ফরিদপুরে যাত্রা শুরু করলো GLTS:
গত ১০/১০/২১ইং তারিখে ফরিদপুর জেলায় ১৮ জন সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে GLTS কেন্দ্রিয় কমিটি। তারই ধারাবাহিকতায় আজ (16-10-2021) বিকাল ৪ টায় ফরিদপুরের এ্যাবলুম রেস্টুরেন্টে কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি সভা ও কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান করা হয়। এসময় কমিটির সকল সদস্যই একটি কথাই একমত হন যে ফরিদপুর জেলাকে দেশের শ্রেষ্টতম জেলা হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সামাজিক উন্নয়নে অন্যতম ভুমিকা রাখবে।আলোচনায় উটে আসে ফরিদপুর জেলাকে কি ভাবে দেশের কাছে উন্মোচন করা যায় কি ভাবে কাজ করলে ফরিদপুর জেলা আরো এগিয়ে যাবে এ সময় বিভিন্ন সদস্য বৃন্দ উপস্থিত বক্তব্য দেই। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্রিস্ট্রিক চিফ লিডার, প্রধান ভুমিকায় বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি, ও অনুষ্ঠান উপস্থাপনা করেন ডেপুটি চিফ লিডার এবং বক্তব্য রাখেন কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে একটি প্রকল্পের প্লানিং হয়। এবং সর্বশেষ হলকা নাস্তার মাধ্যমে আজকের আলোচনা সভাটি শেষ করা হয়।
Committee Formation Of Faridpur District
1. ডিস্ট্রিক্ট চিফ লিডার
Mohammad Hasib Shaikh
2. ডিস্ট্রিক্ট ডেপুটি চিফ লিডার
Lemon Molla
3. জেনারেল সেক্রেটারি
Shahreen Islam Mahin
4. ডেপুটি জেনারেল সেক্রেটারি
Farjana Akter
5. HR লিডার
Abir Kumar Banik
6. ডেপুটি HR লিডার
Tarana Afroze
7. IT লিডার
Md Abidul Islam
8. ডেপুটি IT লিডার
Mahmudul Islam supto
9. অর্গানাইজিং লিডার
Siyam Ahmed
10. ডেপুটি অর্গানাইজিং লিডার
Md Shamim Hasan
11. PR লিডার
Shadi Abdullah
12. ডেপুটি PR লিডার
Jihadul Islam
13. মিডিয়া ও কমিনেকেশন লিডার
Shafiqul Islam Joy
14.ডেপুটি মিডিয়া ও কমিনেকেশন লিডার
Sohel Ahmed
15.ফাইনান্স লিডার
Shamim Ahmed
16.ডেপুটি ফাইনান্স লিডার
Shamim Bepary
17. কালচার লিডার
Priyanka
18. ডেপুটি কালচার লিডার
Ritu Akter
No responses yet